ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ের ধুমে জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন 

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত : ১২:৪৪, ১৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরসরাই উপজেলা ৪নং ধুম ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মুসলিম উদ্দিন। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন প্রফেসর হায়দার মোহাম্মদ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার গোলকেরহাটে মজলিসে শুরা ও কর্মপরিষদের সভায় ৪নং ধুম ইউনিয়নের আমীর মাওলানা মুসলিম উদ্দিনের সভাপতিত্বে কর্মপরিষদের বৈঠকে প্রধান অতিথি ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও পেশাজীবি সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন। 
বিশেষ অতিথি ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের সমাজসেবা সম্পাদক মোহাম্মাদ জসিম উদ্দিন, থানা যুব-শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ নুরুল আলম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নায়েবে আমির রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ও প্রশিক্ষণ সম্পাদক বেলাল হোসাইন, বায়তুল মাল ও যুব সম্পাদক জহির উদ্দিন, অফিস প্রচার ও শ্রমিক সম্পাদক সাইফুল আলম শাহীন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি